Breaking

Monday, June 27, 2022

সাত কলেজের ভর্তি আবেদন শুরু ১৫ জুলাই

 


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

আজ সোমবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬শ টাকা। এবারে সরকারি সাতটি কলেজে সর্বমোট ২২ হাজার ৩৪০টি আসনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর মোস্তাফিজুর রহমান জানান, সভায় সাত কলেজের ভর্তি পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি চূড়ান্ত হবে।

No comments:

Post a Comment