Breaking

Saturday, June 24, 2023

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির খরচ

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির খরচ

বেসরকারি মেডিকেল কলেজ (Private Medical College) এ পড়তে গিয়ে যে সমস্যাটা ছেলে মেয়েরা ও তাদের অভিভাবকদের সম্মুখীন হতে হয় তা হলো বেসরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ। ভর্তির সময় এককালীন একটি মোটা অংকের টাকা জমা দিতে হবে আপনাকে ভর্তি ফিস ও মেইনটেইন খরচ হিসেবে।

বেসরকারি মেডিকেল কলেজ জন্য খরচ দিতে হবে ২১ লাখ ২৪ হাজার টাকা। এর মধ্যে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার ও ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে এ খরচ সরকারি মেডিকেলের চেয়ে বেসরকারি মেডিকেল কলেজে ১৪২ গুণ বেশি।

এ বছর একজন বেসরকারি মেডিকেল শিক্ষার্থীকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে টিউশন ফি দিতে হবে। এ জন্য তার পাঁচ বছরে খরচ হবে ৬ লাখ টাকা। অথচ সরকারি কলেজে এ ফি বছরে গড়ে ৭ হাজার টাকা করে পাঁচ বছরে মোট ৩৫ হাজার টাকা। সে হিসাবে এ ক্ষেত্রে একজন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীকে সব মিলে গড়ে পাঁচ বছরে ৫৪ গুণ বেশি টাকা গুনতে হবে।

সরকার এ বছর ইতিমধ্যেই বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি, ইন্টার্নশিপ ও মাসিক টিউশন ফি নির্ধারণ করে দিয়েছে। সে হিসাবে দেখা গেছে, এ বছর একজন শিক্ষার্থীকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে এবং পাঁচ বছরে টিউশন ফি দিতে মোট ব্যয় হবে ২৭ লাখ ২৪ হাজার টাকা।

এছাড়া হোস্টেলে থেকে পড়তে হলে হোস্টেল খরচ হিসেবে মাস শেষে ৫-১০ হাজার টাকা রাখতে হবে। পরীক্ষার সময়গুলাতে পরীক্ষার ফি বাবৎ আপনাকে দিতে হতে পারে একটি নির্দিষ্ট টাকা। বিশেষ করে প্রফ পরীক্ষার আগে। এ খরচটাও বিভিন্ন কলেজে বিভিন্ন যদিও বোর্ড এর ফি নির্দিষ্ট। বাকীটা কলেজের খরচ বাবদ নেয়া হয়।

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- ঢাকা বিভাগ: আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ, বিক্রমপুর Bhuiyans মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, ডেল্টা মেডিকেল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, ড: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, নর্দার্ন মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ, ফরিদপুর ডায়বেটিক, এসিশিয়েশন মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ,ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, জহরুল ইসলাম মেডিকেল কলেজ, কুমুদীনী ওমেন্স মেডিকেল কলেজ, মার্কস মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল, এম.এইস সমরিতা মেডিকেল কলেজ,মুন্নু মেডিকেল কলেজ,নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, শাহাবুদ্দীন মেডিকেল কলেজ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, জয়নুল হক সিকদার মহিলা মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- চট্টগ্রাম বিভাগ: University of Science and Technology (USTC), Southern Medical College,BGC Trust Medical College, Central Medical College, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, Eastern Medical College, ময়নামতি মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- খুলনা বিভাগ: আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ, যশোর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- বরিশাল বিভাগ: বরিশাল বিভাগে বেসরকারি ব্যবস্থাপনায় কোনো মেডিকেল কলেজ পরিচালিত হয় না।

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- ময়মনসিংহ বিভাগ: কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, জহুরল ইসলাম মেডিকেল কলেজ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ।

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- রংপুর বিভাগ: প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, কছির উদ্দিন মেমরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর ডেন্টাল কলেজ, রংপুর আর্মি মেডিকেল কলেজ।

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- রাজশাহী বিভাগ: বারিন্দ মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, শাহ মখদুম মেডিকেল কলেজ, টি.এম.এস.এস. মেডিকেল কলেজ।

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- সিলেট বিভাগ: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ, দুররে সামাদ রহমান উইমেন্স রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল।

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- মিলিটারি মেডিকেল কলেজ: Armed Forces Medical College (AFMC) , Army Medical College Bogra (AMC), Army Medical College Chittagong (AMC), Army Medical College Comilla (AMC) , Army medical college Jessore (AMC), Army medical college Rangpur (AMC)

No comments:

Post a Comment