Breaking

Friday, December 30, 2022

সমন্বিত ১০ ব্যাংকে সিনিয়র অফিসার পদে বড় নিয়োগ

সমন্বিত ১০ ব্যাংকে সিনিয়র অফিসার পদে বড় নিয়োগ

সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ওইসব প্রতিষ্ঠানে ৯২২ জন নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিনিয়র অফিসার (সাধারণ) পদে যে ৯২২ জন নিয়োগ দেওয়া হবে এর মধ্যে—সোনালী ব্যাংকের জন্য ৩৯৩ জন, জনতা ব্যাংকের জন্য ৯৪ জন, অগ্রণী ব্যাংকের জন্য ১৫০ জন, রূপালী ব্যাংকের জন্য ২৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য ১৮৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের জন্য ১৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকের জন্য ১১ জন, কর্মসংস্থান ব্যাংকের জন্য ১৫ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন নেওয়া হবে।

বেতন স্কেল:
এ পদের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০ টাকা থেকে ২৪২৬০-৫৩০৬০ টাকা স্কেল এবং তাহ নিয়মানুযায়ী প্রদেশ অন্যান্য সুবিধা পাবে।

শিক্ষাগত যোগ্যতা:
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের জন্য নিম্ন লিখিত যোগ্যতা থাকতে হবে।
ক) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী কিংবা চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রী থাকতে হবে।

খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কিংবা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালাই প্রযোজ্য হবে।

গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণ যোগ্য হবে না।

ঘ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এর ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭ / ১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত ডিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণী নিম্ন-রূপে নির্ধারিত হবে।

বয়স সীমা :
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের জন্য (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২ তারিখের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৮ মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের তারিখ:
আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময়: ৩১/০১/২০২৩ তারিখ, রাত ১১.৫৯ টা। ৮। Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় ০৫/০২/২০২৩ তারিখ, রাত ১১.৫৯ টা।

আবেদন ফি:
আবেদন করার জন্য অফেরতযোগ্য টাকা ২০০/- টাকা দুইশত মাত্র) । ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) "রকেট" এর মাধ্যমে Prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি:
ক. Online Registration এর জন্য কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইট এ পাওয়া যাবে।

খ. CV ID Number : বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের জন্য বিদ্যমান CV ID Number ও Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীগণ Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে।

গ. প্রার্থীর বিবরণ: Online আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী লিখতে হবে।

ঘ. প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করে আবেদন করতে হবে।

ঙ. প্রার্থীর স্থায়ী ঠিকানাঃ প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখে করতে হবে। এই পদের জন্য বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্বামী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

No comments:

Post a Comment