Breaking

Monday, August 29, 2022

অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ

National University : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ পেয়েছে। সোমবার (২৯ আগস্ট ২০২২) রাত নয়টায় জাতীয়  বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়।

NU Admission Home: ভর্তিচ্ছুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ (www.nu.ac.bd/admissions)  তাদের আইডি লগইন করে ফলাফল দেখতে পারবে। এছাড়া ক্ষুদেবার্তার মাধ্যমে এ  ফলাফল পেতে SMS nu <স্পেস>athn<স্পেস> roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। 

National University Notice : প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে। এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।

 মেধাতালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত অনুযায়ী সম্পন্ন করতে হবে

National University Admission 2022: মেধা তালিকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য জাতীয়  বিশ্ববিদ্যালয় কর্তক ৪ টি নির্দেশনা প্রদান করা হয়েছে। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক  যে ভাবে ভর্তি কার্যক্রে এর  নির্দেশনা গুলো সম্পন্ন করতে হবে-

১। শিক্ষার্থীকে ২৯/০৮/২০২২থেকে ০৬/০৯/২০২২ মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অফশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করেএর প্রিন্ট কপি নিতে হবে।

২। ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/-(চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়ার তারিখ: ৩০/০৮/২০২২থেকে ০৭/০৯/২০২২ পর্যন্ত।

৩। কলেজ কর্তৃক ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ: ৩০/০৮/২০২২ থেকে ০৮/০৯/২০২২ মধ্যে কলেজ কর্তৃপক্ষকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।

৪। সংশ্লিষ্ট কলেজকে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি [জনপ্রতি ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ১১/০৯/২০২২ থেকে ১৫/০৯/২০২২ মধ্যে এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) “রেজিস্ট্রেশন ফি”খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- ০২১৮১০০০০০১৩৪ উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ : গত ১৭ মে চলতি বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত চলে অনলাইন আবেদন প্রক্রিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রায় ৫ লাখ ১৪ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট লিংক  www.nu.ac.bd / www.nu.edu.bd 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ লিংক   www.nu.ac.bd/recent-news-notice.php

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইট লিংক www.nu.ac.bd/results 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ বিষয়ক ওয়েবসাইট লিংক www.nubd.info 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট লিংক http://app1.nu.edu.bd/


No comments:

Post a Comment