Breaking

Friday, November 25, 2022

এসএসসি রেজাল্ট জানা যাবে যেভাবে


SSC Result : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার রেজাল্ট আগামী সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। এসময় তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

SSC Result 2022 :শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রধানমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর বেলা ১১টা থেকে ফল প্রকাশ করা হবে। বেলা ১১টার পর শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার কেন্দ্রে, শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

তাছাড়া মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে প্রি-রেজিষ্ট্রেশন করেও ফলাফল জানতে পারবেন ফলপ্রত্যাশীরা। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিষ্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

ওয়েবসাইটে এসএসসি রেজাল্ট চেক করবেন যেভাবে

SSC Result Link :নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার (Examination) নাম, বোর্ড ও বছর সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে।

আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে।

এছাড়া প্রতিষ্ঠান প্রধানরা রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবেন।

প্রি-রেজিষ্ট্রেশন করে মোবাইল ফোনে যেভাবে রেজাল্ট জানা যাবে

SSC Result Check : মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি রেজাল্ট জানতে হলে প্রথমে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে ।

উদাহরণস্বরূপ— SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফল প্রকাশের পর ফিরতি এসএমএসে জানা যাবে ফল। তাছাড়া, ফলাফল প্রকাশের আগে রেজিষ্ট্রেশন করা হলে প্রকাশের সাথে সাথেই নির্ধারিত মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্ট যেভাবে জানা যাবে

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্ট জন্য মেসেজ অপশনে গিয়ে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে । উদাহরণস্বরূপ- Dakhil MAD 123456 2022 লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন ।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে যেভাবে ফল জানা যাবে

স্ব স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা বেলা ১২টায় ফলাফল জানতে পারবেন।

ফল পুণ:নিরীক্ষণ

এসএসসি পরীক্ষার ফল পুণ:নিরীক্ষনের জন্য মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে আগামী ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

SSCএ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

No comments:

Post a Comment