হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি আবেদন শুরু হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ এবং শেষ হবে ৬ মার্চ ২০২৫। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index)।
- আবেদনকারীদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে।
- ১৩ এপ্রিল থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
- পরীক্ষার দিন প্রবেশপত্রের প্রিন্ট কপি এবং দুই কপি রঙিন ছবি আনতে হবে।
ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক ফি:
- প্রতি ইউনিটে আবেদন ফি: ১,০০০ টাকা।
- স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ২০০ টাকা।
মোট আসন সংখ্যা:
১,৭৯৫টি আসন রয়েছে, যার মধ্যে কোটাভিত্তিক আসন বরাদ্দ নিম্নরূপ:
- মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য: ৫%
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য: ১%
- পোষ্য কোটায়: ১%
- বিশেষ চাহিদাসম্পন্ন: ২ জন
- বিকেএসপির শিক্ষার্থী: ৫টি
- বিদেশি শিক্ষার্থী: ৮০টি
আবেদনকারীদের যোগ্যতা:
‘এ’ ও ‘বি’ ইউনিটের জন্য:
- এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (৫ স্কেলে) এবং মোট জিপিএ ৮.০।
- চতুর্থ বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
‘সি’ ও ‘ডি’ ইউনিটের জন্য:
- এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (৫ স্কেলে) এবং মোট জিপিএ ৬.৫।
‘ও’ এবং ‘এ’ লেভেল পাসকৃতদের জন্য:
- ‘ও’ লেভেলে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড।
- ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানে ৩টি বিষয়ে ‘বি’ গ্রেড।
ভর্তি পরীক্ষার পদ্ধতি:
- প্রশ্নপত্র হবে বহুনির্বাচনি (MCQ)।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- আবেদন শুরুর তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৫
- আবেদন শেষ তারিখ: ৬ মার্চ ২০২৫
- ভর্তি পরীক্ষা: ২১ এপ্রিল - ২৪ এপ্রিল ২০২৫
হেল্পলাইন:
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন:
- ফোন: ০১৭২৯২৬৬২৪৬, ০১৮২২০২৬২২২, ০১৫১৫২৫৬৮১০
- ইমেইল: admission@hstu.ac.bd
বিশদ তথ্য ও সময়সূচি জানার জন্য নিয়মিত হাবিপ্রবি’র ওয়েবসাইট ভিজিট করুন।
#HSTUAdmission2025 #HSTUAdmissionCircular #UndergraduateAdmission #HSTUVorti2025 #BangladeshUniversityAdmission #HSTUExam2025 #HSTUApplyNow #AdmissionNotice #HSTUEngineering #HSTUAgriculture #HSTUArchitecture #UniversityAdmissionBD #BangladeshEducation #HSTUUpdates #VortiPorikha2025
No comments:
Post a Comment