Breaking

Tuesday, January 28, 2025

গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হাবিপ্রবির, থাকছে পোষ্য কোটা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি আবেদন শুরু হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ এবং শেষ হবে ৬ মার্চ ২০২৫। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index)।

  1. আবেদনকারীদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে।
  2. ১৩ এপ্রিল থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
  3. পরীক্ষার দিন প্রবেশপত্রের প্রিন্ট কপি এবং দুই কপি রঙিন ছবি আনতে হবে।

ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক ফি:

  • প্রতি ইউনিটে আবেদন ফি: ১,০০০ টাকা
  • স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ২০০ টাকা

মোট আসন সংখ্যা:

১,৭৯৫টি আসন রয়েছে, যার মধ্যে কোটাভিত্তিক আসন বরাদ্দ নিম্নরূপ:

  • মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য: ৫%
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য: ১%
  • পোষ্য কোটায়: ১%
  • বিশেষ চাহিদাসম্পন্ন: ২ জন
  • বিকেএসপির শিক্ষার্থী: ৫টি
  • বিদেশি শিক্ষার্থী: ৮০টি

আবেদনকারীদের যোগ্যতা:

‘এ’ ও ‘বি’ ইউনিটের জন্য:

  • এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (৫ স্কেলে) এবং মোট জিপিএ ৮.০
  • চতুর্থ বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

‘সি’ ও ‘ডি’ ইউনিটের জন্য:

  • এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (৫ স্কেলে) এবং মোট জিপিএ ৬.৫

‘ও’ এবং ‘এ’ লেভেল পাসকৃতদের জন্য:

  • ‘ও’ লেভেলে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড
  • ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানে ৩টি বিষয়ে ‘বি’ গ্রেড

ভর্তি পরীক্ষার পদ্ধতি:

  • প্রশ্নপত্র হবে বহুনির্বাচনি (MCQ)
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • আবেদন শুরুর তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আবেদন শেষ তারিখ: ৬ মার্চ ২০২৫
  • ভর্তি পরীক্ষা: ২১ এপ্রিল - ২৪ এপ্রিল ২০২৫

হেল্পলাইন:

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন:

  • ফোন: ০১৭২৯২৬৬২৪৬, ০১৮২২০২৬২২২, ০১৫১৫২৫৬৮১০
  • ইমেইল: admission@hstu.ac.bd

বিশদ তথ্য ও সময়সূচি জানার জন্য নিয়মিত হাবিপ্রবি’র ওয়েবসাইট ভিজিট করুন।

#HSTUAdmission2025 #HSTUAdmissionCircular #UndergraduateAdmission #HSTUVorti2025 #BangladeshUniversityAdmission #HSTUExam2025 #HSTUApplyNow #AdmissionNotice #HSTUEngineering #HSTUAgriculture #HSTUArchitecture #UniversityAdmissionBD #BangladeshEducation #HSTUUpdates #VortiPorikha2025

No comments:

Post a Comment