Breaking

Thursday, July 28, 2022

রাবি ভর্তি পরীক্ষা সম্পন্ন:ফল ৮ আগস্ট


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ', 'বি' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন ইউনিটে গড় উপস্থিতির হার ৮৮ দশমিক ২৩ শতাংশ। 

বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাবি ভর্তি পরীক্ষার ফল 

এদিকে ভর্তি পরীক্ষার ফল ৮ আগস্টের মধ্যে প্রকাশ করার পরিকল্পনার কথা জানিয়েছেন রাবি ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। এ ছাড়া ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ১ অক্টোবর থেকে ক্লাস শুরু করার কথা জানান রাবি ভিসি। 

ভর্তি পরীক্ষা

গত ২৫ জুলাই সকাল ৯ টায় প্রথম শিফটের 'সি' ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ বুধবার 'বি' ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়। 'সি' ও 'এ' ইউনিটের চারটি ও 'বি' ইউনিটের তিনটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রাবি ‘বি’ ইউনিট উপস্থিতির হার

 বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৮৭ দশমিক ২৫ শতাংশ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটে উপস্থিতির হার ছিল যথাক্রমে ৮৯ দশমিক ০২, ৮২ দশমিক ৭৫ এবং ৯০ শতাংশ।

রাবি 'এ' ইউনিট উপস্থিতির হার

এছাড়াও গতকাল মঙ্গলবার 'এ' ইউনিটে গ্রুপ-১, গ্রুপ-২, গ্রুপ-৩ ও গ্রুপ-৪ এ নিবন্ধিত পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৬ হাজার ৮১০, ১৬ হাজার ৮০৯, ১৬ হাজার ৮০৯ ও ১৬ হাজার ৮০৯ জন। পরীক্ষাসমূহে গড় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

রাবি সি' ইউনিট উপস্থিতির হার

এর আগে, বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের পরীক্ষায় গড় উপস্থিতি ছিল ৮৭ দশমিক ৪৫ শতাংশ। এ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থীর অংশগ্রহনের সুযোগ থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৩২১ জন। পরীক্ষায় ১ম শিফটে ৮৯ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী, ২য় শিফটে ৮৯ দশমিক ১১ শতাংশ, ৩য় শিফটে ৮৮ দশমিক ১১ শতাংশ, ৪র্থ শিফটে ৮২ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো। মোট শিক্ষার্থীর ১২ শতাংশ অনুপস্থিত ছিলো। এ পরীক্ষা চারটি শিফটে অনুষ্ঠিত হয়েছে।

রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা

এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা পড়েছিল। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

No comments:

Post a Comment