Breaking

Sunday, August 28, 2022

প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল অক্টোবরে

প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল অক্টোবরে

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফলাফল আগামী অক্টোবরে প্রকাশিত হতে পারে। এখন চলছে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা । এ পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর  শেষ হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, অক্টোবরেই চূড়ান্ত ধাপে পাস করা প্রার্থীদের যোগদানের প্রক্রিয়াও শুরু হবে।

 বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিপিইর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিবুর রহমান বলেছেন, পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারে প্রকাশ করা হবে। অক্টোবরের প্রথম দিকে ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের ওইমাস থেকেই যোগদান প্রক্রিয়া শুরু হবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ ৩য় ধাপ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা : প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে ৩য় ধাপের মৌখিক পরীক্ষা চলমান। সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের পর যোগদান করানো হবে। এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্ত ফলাফলে প্রতিটি উপজেলা/ শিক্ষা থানার জন্য নিয়োগযোগ্য প্রার্থীদের তালিকা ছাড়া অন্য কোনো অপেক্ষমাণ তালিকা/ প্যানেল প্রস্তুত করা হবে না। অর্থাৎ চূড়ান্ত ফলাফলে কোনো অপেক্ষমাণ তালিকা বা প্যানেল থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সহকারী শিক্ষক নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। উত্তরপত্র মূল্যায়নসহ ফলাফল প্রস্তুতের সব কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর তা শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা শুরু করা হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়

সর্তকতা:  প্রয়োজনীয় কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে। দালাল বা প্রতারক চক্রের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সবার চাকরি হবে। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলাভন দেখালে থানায় সোপর্দ করা অথবা গায়েন্দা সংস্থাকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ২০২০সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ২০২০ সালের ২০ অক্টোবর প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুরুতে ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের কথা। উল্লেখ করা হয়েছিল, পরে আরা ১০ সহস্রাধিক পদ শূন্য হয়ে পড়লে সব মিলিয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়ােগের সিদ্ধান্ত নেয়া হয়।

No comments:

Post a Comment