Breaking

Sunday, August 7, 2022

অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ, ফলাফল দেখার উপায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে  ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬, ২০১৪-২০১৫ ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (৭ আগস্ট) এই ফল প্রকাশ করা হয়।

বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সারাদেশে ৩১১টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় প্রমোশনের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।

পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮ জন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফলাফল মার্কশীটসহ অনলাইনে দেখার নিয়মঃ


অনলাইনের মাধ্যমে  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃৃতীয় বর্ষ পরীক্ষা  ২০২০ সালের  ফলাফল দেখতে নিচের নিয়ম অনুসরণ করুনঃ

• অনলাইনে মাধ্যমে অনার্স ৩য় বর্ষের রেজাল্ট দেখতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/ অথবা www.nubd.info

• এরপর বাম সাইড এর সার্চ অপশনে Honours এ ক্লিক করলে ৫ টা অপশন আসবে এর ভিতর থেকে honours 3rd year আপশন সিলেক্ট করুন।

• এরপর সার্চ বক্সে আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বছর 2020 দিয়ে সার্চ করতে হবে। এরপর একটা হিজিবিজি ক্যাপচা কোড দেখতে পাবেন। সর্তকতার সাথে ক্যাপচা কোড সঠিক ভাবে এন্ট্রি দিন। এরপর search result এ ক্লিক করুন।

• পেয়ে যাবেন আপনার মার্কসিট সহ অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট ।

বিদ্রঃ অনলাইনে অনার্স ৩য় বর্ষের ফলাফল দেখাতে সার্ভার প্রব্লেম হতে পারে। তাই ধৈর্য ধরে চেষ্টা করুন।


এসএমএস এর মাধ্যমে অনার্স ৩য় বর্ষের ফলাফল দেখার নিয়মঃ

মোবাইলে মেসেজ এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ফলাফল দেখতে নিচের নিয়ম অনুসরণ করুনঃ

•এসএমএস এর মাধ্যমে ২০২০ সালের অনার্স ২য় বর্ষের রেজাল্ট পেতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU লিখুন

•এরপর স্পেস দিয়ে ৩য় বর্ষের রেজাল্টের কোড H3 লিখতে হবে।

•এরপর একটি স্পেস আপনার অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রোল নম্বর লিখুন

•এরপর ম্যাসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে পেয়ে যাবেন আপনার অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২২।

উদাহরণ: NU <Space> H3 < Spacce> Roll Number And Send To 16222 Number.

বিদ্রঃ এসএমএস এর মাধ্যমে দ্রুত রেজাল্ট পেতে টেলিটক সিম ব্যবহার করুন ।



No comments:

Post a Comment