Breaking

Tuesday, August 9, 2022

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি, কমেছে জিপিএর শর্ত



বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে লেভেল-১ এর সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে কমানো হয়েছে জিপিএর শর্ত। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক মো. নূরুজ্জামানের স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২১ জুন প্রথম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচী সংশোধন করা হয়েছে। আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সংশোধিত ন্যূনতম যোগ্যতা : 

আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে অথবা নাগরিকত্ব গ্রহণসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ২০১৮ অথবা ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড হতে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।

আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড হতে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে।

এছাড়া আবেদনকারীকে এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়নে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট এবং ইংরেজিতে ৩.০০ গ্রেড পয়েন্টসহ উল্লিখিত বিষয়সমূহে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৫.৫০ থাকতে হবে। আগের বিজ্ঞপ্তি ১৬.৫০ চাওয়া হয়েছিল।

বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জিসিই ও-লেভেল এবং এ-লেভেল পাশ প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি পেপারে গড়ে বি এবং এ-লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিতে এ বি-গ্রেড পেয়ে পাস করতে হবে। কোনও বিষয়ে ডি-গ্রেড গ্রহণযোগ্য হবে না। ইকুইভ্যালেন্স সার্টিফিকেট প্রাপ্তির জন্য বস্ত্র অধিদপ্তরের পরিচালকের (শিক্ষা) এর নিকট নগদ ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা দিয়ে ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ, মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর বরাবরে ২০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।


আরো পড়ুন: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেনা ৭৪ হাজার শিক্ষার্থী


ভর্তি পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচী :

(ক) অনলাইনে ভর্তির জন্য আবেদনের সময় :  ০৫/০৭/২০২২ খ্রি: সকাল ১০:০০টা হতে ০৮/০৯/২০২২ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত।

(খ) ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৭/০৯/২০২২ খ্রি: সময় : সকাল ১০:০০টা হতে ১১:২০টা পর্যন্ত।

(গ) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকাপ্রকাশ: যথাযথ সময়ে বস্ত্র অধিদপ্তর ও সকল কলেজের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুটেক্স অধিভুক্ত সরকারী টেক্সটাইল কলেজগুলো হলো:

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম; পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া, পাবনা; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী; শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিএন্ডবি রোড, বরিশাল; শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আড়ুয়াকান্দি, মধুপুরবাজার, সদর, ঝিনাইদহ; ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ; রংপুর; শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ এবং শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর।

ভর্তি পরীক্ষার মানবন্টন

ভর্তি পরীক্ষা ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।  প্রশ্নপত্রে ১০০ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২, পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ২০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূণ্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।

আরো পড়ুন: সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন যেভাবে


পরীক্ষার বিষয় নম্বর

গনিত                 ৬০

পদার্থ                 ৬০

রসায়ন                 ৬০

ইংরেজী                 ২০

মোট                 ২০০

পরীক্ষার নির্দেশনা

পরীক্ষার্থীদের উত্তরপত্রে (OMR শিট) কালাে কালির বলপেন দিয়ে পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার রােল নম্বরসহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক সীম, কোন ধরনের ঘড়ি, ডিভাইস যুক্ত কলম, মােবাইল বা অন্যান্য উপকরণ সংগে রাখা ও ব্যবহার করা যাবে না।

প্রার্থী নির্বাচন ও ফলাফল প্রণয়ন

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা নির্ধারণ করা হবে। প্রার্থীর মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধাতালিকা কলেজ ভিত্তিক প্রকাশ করা হবে। আসন শূণ্য থাকা সাপেক্ষে কলেজ ভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের। মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযােগ থাকবে।

বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কিভাবে প্রস্তুতি নিবেন

পদার্থবিজ্ঞান 

পদার্থবিজ্ঞানে ম্যাথ অনেক বেশী আসে, যেহেতু ক্যালকুলেটর ব্যাবহার নেই, সব সুত্র খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কিছু সুত্রের সরাসরি কারেকশন ও আসতে পারে।তাই সব সুত্রের ব্যাবহার খুব ভালো করে শিখতে হবে। যেমনঃ দুইটা ভেক্টরের মান সমান হলে অথবা শুন্য হলে মান কী হবে অথবা কিরুপ হবে ,লোহা ইস্পাতের গুনাংক ?,তাত্তিক প্রশ্ন,প্রতিস্রাংক থেকে থাকতে পারে ,মোটকথা যা আগে পড়ছ তা থেকেই আসবে।ভয় পাওয়ার কিছু নাই।

রসায়ন 

বেসিক লেভেল থেকে প্রশ্ন আসবে বিক্রিয়ার নাম মনে রাখতে হবে। কঠিন ম্যাথ কম আসে। Organic Chemistry টা একটু ভালো করে পড়তে হবে। যেমনঃ প্রশ্ন হতে পারে HCL pH=3 প্রতি লিটারে HCL এর পরিমাণ কত?

আরো পড়ুন: ‘প্রাথমিকে নিয়োগ হবে আরও ৩০ হাজার শিক্ষক’


গনিত 

শর্টকার্ট আর বেশী বেশী প্র্যাকটিস করতে হবে সাথে বেসিক থাকা লাগবে।অনেক বেশী শটকট মনে রাখলেও সমস্যা পরীক্ষার হলে গিয়ে মাথায় আসে না । তবে ম্যাথ প্রশ্ন standard হবে।

ইমপর্টেন্ট চাপ্টার+টপিকঃ

জটিল সংখ্যা ,মুলদ্বয় সমান কিনা?,মূলদ সংখ্যা,বিন্ন্যাস সমাবেশ,দ্বিপদী,স্থানাংক,বৃত্তেরসমীকরণ,পরাবৃত্ত,উপবৃত্ত,ত্রিকোমিতি,ক্যালকুলাস থেকে ডি ডি এক্সের সাধারণ ম্যাথ ,গতিবিদ্যার কিছু ম্যাথ যেগুলো ইন্টারে অনেক ইমপরটেন্ট ছিল।

ইংরেজী 

বেসিক থাকলেই English উত্তর করা যায়। তেমন কোন কঠিন আসে না । একটু গুরুত্ব দিলেই ভালো করা যাবে বলে।


No comments:

Post a Comment