Breaking

Monday, October 17, 2022

কুবির ভর্তি নির্দেশিকা প্রকাশ, আবেদন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত

Comilla University Admission Circular 2020 21 : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে সোমবার (১৭ অক্টোবর) থেকে ভর্তি আবেদন শুরু, চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ‘এ’,‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ১০৪০টি আসন রয়েছে।

 বিদ্যা বার্তার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আবেদন করার সাধারণ যােগ্যতা ও শর্তাবলী

ক) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত GST ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

খ) প্রার্থীকে বাংলাদেশের সাধারণ নাগরিক হতে হবে।

গ) GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-এর A- ইউনিট -এর ফলাফল প্রাপ্তরা A-ইউনিট, B- ইউনিট ও C. ইউনিট এর তিনটিতেই আবেদন করতে পারবেন, B-ইউনিট -এর ফলাফল প্রাপ্তরা B- ইউনিট ও C- ইউনিট -এ আবেদন করতে পারবেন এবং C- ইউনিট -এর ফলাফল প্রাপ্তরা C-ইউনিট ও B ইউনিট -এ আবেদন করতে পারবেন।

ঘ) মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন প্রক্রিয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২ : GST ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd) Apply to Individual University লিংকের মাধ্যমে https://cou.admission4bd.com লিংকে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় ভর্তির জন্য পছন্দের বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে। ২৭/১০/২০২২ তারিখ রাত ১১.৫৯ টার পর বিভাগ পছন্দক্রম কোনােভাবেই পরিবর্তন করা যাবে না।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি

আবেদন ফি ৫০০/- (পাঁচশত) টাকা+সার্ভিস চার্জ। একজন শিক্ষার্থী-কে সকল ইউনিটে আবেদন করার জন্য একবারই ফি প্রদান করতে হবে। ২৮/১০/২০২২ তারিখ রাত ১১.৫৯ টার মধ্যে আবেদন ফি সঠিকভাবে পরিশােধ না করলে আবেদন গ্রহণ করা হবে না।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিষয়ভিত্তিক ভর্তির যােগ্যতা

• A ইউনিট-এর বিষয়সমূহের মধ্যে গণিত, পরিসংখ্যান, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে GST গুহূক্ত ভর্তি | পরীক্ষায় গণিত বিষয়ে এর প্রদান করুত হবে।
• পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তিইচ্ছুকদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে গণিতে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
• রসায়নে ভর্তি ইচ্ছুকদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পৰীক্ষায় গণিতে কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। |
• ফার্মেসীতে ভর্তি ইচ্ছুকদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়ন ও শ্রীনবিদ্যায় পৃথককাবে কমপক্ষে জিপিএ ৩.০০ ও গণিতে কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।
অর্থনীতিতে ভর্তি ইচ্ছুকদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনিীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যে কোন একটি থাকতে হবে।
• ইংরেজি ও আইন বিভাগে ভর্তিচ্ছুদের GST গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ৪০% নম্বর পেতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটায় আবেদনের শর্তাবলী

cou admission : কোটায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীদেৱ সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করায় সময় কোঠা উল্লেখ করতে হবে এবং ভর্তির সময় যথাযথ প্রত্যয়নপত্র বা সনদপত্র প্রদর্শন করতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাক্রম তৈরির পদ্ধতি

GST গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পৰ্থীক্ষায় ১০০ নম্বর এবং এসএসসি/সমমান থেকে ১০ নম্বর ও এইচএসসি/সমমান থেকে ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ

মেধা তালিকা ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসহয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.cu.ac.bd এবং ভর্তি সংক্রান্ত লিংক https://sou.admission4bd corn এ প্রকাশ করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক সাক্ষাৎকারের তারিখ

ইউনিট ভিত্তিক সাক্ষাৎকারে তারিখ পরবর্তীতে Comilla university website  এবং, http://cxy admission4bd.cxm লিংকে জানানাে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া

Gst এর কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে মেধাক্রম ও প্রদত্ত বিভাগসমূহের পছন্দক্রম বিবেচনায় বিভাগ ভিত্তিক ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালনা করা হবে। কেন্দ্রীয় ভর্তি পদ্ধতির বিস্তারিত তথ্য যথাসময়ে https://estadission.the.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি

মেধাক্রম ও সকল প্রকার মাইগ্রেশন শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা পরবর্তীতে www.COILic.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ www. cou.ac.bd ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশ কথা হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ

ক। ভর্তি সংক্রান্ত যে কোনাে নিয়ম-নীতির পরিবর্তন, সংশােধন, সংযোজন ও বিয়োজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ কবেন। বিস্তারিত তথ্যাবলি প্রদত্ত লিংক (https://couLalmission4bxl.com) থেকে জানা যাবে।
খ। ভর্তি প্রক্রিয়ায় যে কোন স্বয়ে এবং তা পরবর্তী যে কোন স্তরে অনিয়ম/অযােগ্যতা/নীতি প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে এবং প্রয়ােজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত হিসেবে গণ্য হবে।

Help Line: 01557-330381/01557-330382/01709-133856. | (সকাল ৯.০০ টা থেকে রাত ৬.০০ টা পর্যন্ত)।

No comments:

Post a Comment