Breaking

Wednesday, October 12, 2022

কোটায় প্রধান শিক্ষক হবেন প্রাথমিকের ৬৫ শতাংশ শিক্ষক

Primary Teacher Information Update : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৬৫ শতাংশ কোটায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। ৬৫ শতাংশ কোটায় প্রধান শিক্ষক পদের পদোন্নতিযোগ্য শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পদোন্নতির জন্য সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতে ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ ইউজার ইন্টারফেসে ২৭ অক্টোবরের মধ্যে স্কুল ও শিক্ষকদের তথ্য এন্ট্রি ও অনুমোদন দিতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে জ্যেষ্ঠতার তালিকার আপত্তি নিষ্পত্তির জন্য তা বিজ্ঞপ্তি আকারে সব উপজেলা শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শন ও ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

E Primary Teacher Information : অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৬৫ শতাংশ কোটায় পদোন্নতিযোগ্য শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রুত পদোন্নতি প্রদানের জন্য যেসব উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতে ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ ইউজার ইন্টারফেসে শতাভাগ বিদ্যালয় ও শিক্ষকদের তথ্য এন্ট্রি ও অনুমোদন হয়নি, সে সব উপজেলায় তথ্য ২৭ অক্টোবরের মধ্যে এন্ট্রি ও অনুমোদন সম্পন্ন করতে হবে। যেসব উপজেলায় শতভাগ এন্ট্রি ও অনুমোদন সম্পন্ন হয়েছে সেসব উপজেলায় শিক্ষা কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকা প্রিন্ট করে আপত্তি নিষ্পত্তির জন্য বিজ্ঞপ্তি আকারে তা উপজেলা শিক্ষা অফিসের দর্শনীয় স্থান/নোটিশ বোর্ডে এবং ওয়েব-সাইটে আপলোড করতে হবে।

Primary Job Circular 2022 : অধিদপ্তর আরও বলছে, জ্যেষ্ঠতার তালিকায় কোনো আপত্তি থাকলে তা উপজেলা শিক্ষা অফিসার তিন দিনের মধ্যে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করবেন। যদি আপত্তি না থাকে তাহলে তিন কার্যদিবস পর চূড়ান্ত খসড়া জ্যেষ্ঠতারা তালিকা প্রিন্ট করে উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষর করবেন। স্বাক্ষরিত জ্যেষ্ঠতার তালিকা থেকে পদোন্নতিযোগ্য শূন্যপদের দেড়গুন শিক্ষকের গত পাঁচ বছরের (২০১৭-২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত) বার্ষিক গোপনীয় অনুবেদন, শিক্ষাগত যোগ্যতার সনদ (শুধু এসএসসির সনদ-পত্র), প্রশিক্ষণ সনদ-পত্র (সিইনএড, ডিপিইনএড, বিএড, এমএড) চেকলিস্ট অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য তথ্য ও প্রত্যয়ন সংযোজন করে ৩ নভেম্বর এর মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন উপজেলা শিক্ষা-কর্মকর্তারা।

আর জেলা প্রাথমিক শিক্ষা-কর্মকর্তাদের আগামী ১০ নভেম্বরের মধ্যে সব তথ্য যাচাই করে খসড়া জ্যেষ্ঠতার তালিকা স্বাক্ষর করে তিন কপি বিশেষ বাহক মারফত প্রাথমিক শিক্ষা-অধিদপ্তর এর পলিসি ও অপারেশন বিভাগে পাঠাতে বলা হয়েছে আদেশে।

অধিদপ্তর জানিয়েছে, এ নির্দেশনার ব্যতয় হলে উপজেলা শিক্ষা অফিসার বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

No comments:

Post a Comment