Breaking

Thursday, August 21, 2025

একাদশে চান্স হলো, এবার ভর্তি হবেন কীভাবে?


২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে এই ধাপে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীও রয়েছেন।

তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। বাদ পড়া শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন এবং এ জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না।

নির্বাচিতদের নিশ্চায়ন বাধ্যতামূলক

প্রথম ধাপে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। এই নিশ্চায়নের জন্য বোর্ড নির্ধারিত ফি ৩৩৬ টাকা মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত মাধ্যমে পরিশোধ করতে হবে।

এ প্রক্রিয়ার শেষ সময় ২২ আগস্ট (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে এবং দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন ও ফি জমা দিতে হবে।

দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত। এই ধাপের ফল প্রকাশ হবে ২৮ আগস্ট।

তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর। এরপর ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

ভর্তি ফি ও বৃত্তি সুবিধা

সরকারি কলেজে ভর্তি ফি তুলনামূলকভাবে কম, যা আনুমানিক ১,৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে। অন্যদিকে, বেসরকারি কলেজে ভর্তি ফি ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

তবে অনেক ভালো মানের বেসরকারি কলেজে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও ছাড়ের ব্যবস্থা থাকে। বিশেষ করে ভালো ফলাফলকারীরা এই সুযোগ পান।

ভর্তি নিশ্চয়নে প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তি নিশ্চায়নের সময় শিক্ষার্থীদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখতে হবে। এর মধ্যে রয়েছে—

  • এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট (অনলাইন কপি গ্রহণযোগ্য)

  • প্রবেশপত্র

  • ২–৪ কপি পাসপোর্ট সাইজ ছবি

  • অনলাইন আবেদন কনফারমেশন পত্র

  • শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর

প্রসঙ্গত, গত শিক্ষাবর্ষেও প্রথম ধাপে প্রায় ৪৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাননি। তবে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করে তারা শেষ পর্যন্ত নিজেদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। চলতি বছরও একই নিয়ম কার্যকর থাকছে। ফলে যারা প্রথম ধাপে বাদ পড়েছেন, তাদের জন্য এখনও সুযোগ রয়েছে।

#XIClassAdmission2025 #XIClassAdmission #একাদশশ্রেণিভর্তি২০২৫ #একাদশশ্রেণিভর্তি #CollegeAdmission2025 #BangladeshCollegeAdmission #HSCAdmission2025 #SSCResultAdmission #XIAdmissionBD #একাদশভর্তিফল

No comments:

Post a Comment