Breaking

Wednesday, December 3, 2025

রাজশাহী কলেজে আন্তঃবিভিগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এ ইতিহাস বিভাগকে হারিয়ে এবছরের চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় রাজশাহী কলেজ মাঠে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়।

গত ২২ নভেম্বর শুরু হয় রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। ধারাবাহিকভাবে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

মুখোমুখি লড়াইয়ে টসে জিতে ম্যাচের শুরুতে ব্যাটিং এ নেমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একাদশের খেলোয়াররা ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় ৮৮ রান তুলে নেয়। ৮৯ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলীয় ৬৬ রান তুলতে সক্ষম হয় ইতিহাস বিভাগ একাদশের খেলোয়াড়েরা। 

দলীয় ২২ রানের বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একাদশ।

ম্যাচ শেষে রাজশাহী কলেজ অধ্যক্ষ সহ আন্তঃবিভাগ ক্রিকেট বোর্ডের দায়িত্বরত শিক্ষকবৃন্দসহ উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দরা দুই দলের খেলোয়াড়দের হাতে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন। এছাড়াও উভয় দলের সব খেলোয়াড়দেরকে যথাক্রমে মেডেল পরিয়ে পুরস্কৃত করা হয়।

এসময় টুর্নামেন্টের শৃঙ্খলারক্ষার দায়িত্বরত দুই রেফারিকে মেডেল পরিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি ম্যাচটিকে প্রাণবন্ত করে রাখে।

ম্যাচ অব দ্য ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যাপ্টেন খন্দকার ফাহিম মুনতাসীর (৩য় বর্ষ)। জয়লাভের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন,জেতার অনুভুতি সবসময় সুন্দর হয়। ডিপার্টমেন্ট এর স্যারদের হাতে ট্রফি তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। আমার টিমের প্রতিটা প্লেয়ার খুব ভালো খেলেছে। শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল আর সেটা হলো চ্যাম্পিয়ন হওয়া। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে গেছি আর সর্বোচ্চ চোষ্টা করে চ্যাম্পিয়ন হতে পেরেছি। রাষ্ট্রবিজ্ঞানকে এই ট্রফি উপহার দিতে পেরে নিজেকে রাষ্ট্রবিজ্ঞানের একজন গর্বিত ছাত্র বলে মনে করছি।'

এছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন ইতিহাস বিভাগ একাদশের খেলোয়াড় মোঃ নাহিদ ইসলাম। 

তিনি বলেন ' অনেক ভালো লাগছে যে আমি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছি। কিন্তু দল জিতলে আরো ভালো লাগতো।'

No comments:

Post a Comment