Breaking

Tuesday, October 4, 2022

রাবির কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার সময়সূচী প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি কার্যক্রমে মুক্তিযোদ্ধা ,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী কোটাধারী ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গ্রহণের সময়সূচী প্রকাশিত হয়েছে।


রাজশাহী বিশ্ববিদ্যালয় admission : বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর,জনসংযোগ দপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। অপর দিকে প্রতিবন্ধী কোটাধারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা তরিবুর রহমান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিবন্ধী কোটাধারী ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গ্রহণের সময়সূচীর তথ্য জানা যায় ।

রাবি মুক্তিযোদ্ধা কোটা

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছুদের জন্য ছাত্র উপদেষ্টা দপ্তরে থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২১—২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের বীর মুক্তিযোদ্ধার পুত্র—কন্যা/নাতি—নাতনি কোটায় স্নাতক সম্মান ১ম বর্ষ শ্রেণিতে ভর্তির জন্য ১৮ থেকে ২০ অক্টোবর ২০২২ বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র—শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে নিবার্চনী সাক্ষাৎকার গ্রহন করা হবে।

১৮ অক্টোবর ১ থেকে ৫৯৬, ১৯ অক্টোবর ৫৯৭ থেকে ১১৯২ এবং ২০ অক্টোবর ১১৯৩ থেকে ১৭৮৮ সিরিয়াল পর্যন্ত ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

রাবি মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছুদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:


১) বীর মুক্তিযোদ্ধার পুত্র—কন্যাদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের রোল নম্বর সংবলিত ফটোকপি। বীর মুক্তিযোদ্ধা পরিচিতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব-সাইট থেকে বীর মুক্তিযোদ্ধা—তালিকার বিস্তারিত পৃষ্ঠাটি মন্ত্রণালয় এর লোগো ও ওয়েব লিংঙ্কসহ ডাউনলোড করে আনতে হবে অথবা বীর মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র / ডিজিটাল স্মার্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

২) এছাড়া নাতি—নাতনিদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদ-পত্র অথবা নম্বর-পত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের রোল নম্বর সংবলিত ফটোকপি, বীর মুক্তিযোদ্ধার নাতি—নাতনি পরিচিতির জন্য অবশ্যই সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী-কর্মকর্তা/জেলা প্রশাসকের থেকে সাম্প্রতিক প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং নাতি/নাতনি প্রমাণের জন্য দাদা/দাদী, নানা/নানী ও বাবা/মা—এর জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

৩) বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ নাতি-নাতনি কোটায় সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নামের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd -তে পাওয়া যাবে।

৪) প্রাথমিকভাবে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত কোন শিক্ষার্থীর একাধিক ইউনিটে নাম থাকলেও একবার সাক্ষাৎকারে অংশগ্রহণ করলে সে সবকটি ইউনিটে উপস্থিত হয়েছে বলে বিবেচিত হবে।

৫) বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা-পরিচিতি নম্বর আইসিটি সেন্টারের তথ্য অনুসারে এসএমএস-এর মাধ্যমে ১০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে পাঠাতে হবে।

রাবি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা


অন্যদিকে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভর্তিচ্ছুদের সব ইউনিটের সাক্ষাৎকার আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯.০০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত A, B, C ইউনিটে অনুষ্ঠিত হবে। এ সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ে ডীনস কমপ্লেক্সে স্ব স্ব অনুষদে অনুষ্ঠিত হবে।

রাবি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তিচ্ছুদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় সাক্ষাৎকারে জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিচে উল্লেখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে:

ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদ-পত্র/ নম্বর-পত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড;
খ) পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র; এবং
গ) ক্ষুদ্র নৃগােষ্ঠী হিসেবে গােত্র প্রধানের দেয়া প্রত্যয়নপত্র/প্রমাণপত্রসহ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নপত্র/প্রমাণপত্র।

Rajshahi University Admission : প্রাথমিকভাবে নির্বাচিত কোনাে শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে কেবল একবার অংশগ্রহণ করতে হবে। তিনটি পৃথক বাের্ডে রােল নম্বরের ক্রমানুসারে সাক্ষাঙ্কার নেয়া হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.ru.ac.bd/undergraduate/ -এ পাওয়া যাবে। তালিকায় তথ্যগত কোনাে ত্রুটি থাকলে তা সংশােধনযােগ্য।

রাবি প্রতিবন্ধী কোটা

প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা তরিবুর রহমান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ১ম বর্ষের প্রতিবন্ধী কোটায় ছাত্র-ছাত্রী ভর্তি সাক্ষাৎকার আগামী ২২ অক্টোবর ২০২২ সকাল ৯টা থেকে রাবির চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে অনুষ্ঠিত হবে।

শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সভায় নির্বাচনী সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের সকল পরীক্ষার মূল সনদ-পত্র ও সমাজকল্যাণ অধিদপ্তর প্রদত্ত প্রতিবন্ধী সনদ-পত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও চিকিৎসা কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের তালিকা টানানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর বিশেষ কোটার আসন সংখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৫৯ টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পাবে ৬২১ জন শিক্ষার্থী।

বিশেষ কোটার ৬২১টি আসনের মধ্যে পোষ্য কোটা (বিভাগের আসন সংখ্যার ৫%) ২১৬টি, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা নাতি-নাতনি কোটা (বিভাগের আসন সংখ্যার ৫%) ২১৬ টি, শারীরিক প্রতিবন্ধী কোটা (নির্ধারিত) ১২২টি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা (নির্ধারিত) ৬১ টি ও বিকেএসপি কোটা (নির্ধারিত) ৬টি আসন রয়েছে।

No comments:

Post a Comment