Breaking

Tuesday, October 11, 2022

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় আরও বাড়লো

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় আরও বাড়লো

Class Nine Registration 2022 : ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবম শ্রেণির অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় আরও এক দফায় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।  চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১০ অক্টোবর)   ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Class Nine Registration Notice 2022 : বিজ্ঞপ্তিতে বোর্ড বলছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বিলম্ব ফি ছাড়া ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নির্ধারণে করা হলো। এসময়  এর মধ্যে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোর্ড, লিঙ্গ, ধর্ম, ছবিসহ ইত্যাদি সংশোধন করা যাবে।

বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পর শিক্ষার্থীদের তথ্য সংশোধন বা বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন না হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।

Class Nine Registration Fee : জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে দেশের যে কোনো শিক্ষা বোর্ড বা মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। ১২ বছর পরিপূর্ণ না হলে কিংবা ১৮ বছরের বেশি বয়স এর কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল-ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ব্যাংকে টাকা-জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ইএসআইএফ পূরণ করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

No comments:

Post a Comment